মালাইকার মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন অর্জুন কাপুর

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

বলিউডের বহুল আলোচিত জুটিদের অন্যতম মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। ১২ বছরের ছোট প্রেমিকের সঙ্গেই চুটিয়ে প্রেম ও লিভ-ইন করছেন ৪৯ বছর বয়সী মালাইকা। আর তা নিয়েই চর্চার শেষ নেই।

এরই মাঝে গত বছরের নভেম্বর মাসে একটি গসিপ ম্যাগাজিনের বদৌলতে খবর রটে- মালাইকা নাকি ফের মা হতে চলেছেন! যদিও সেসময়ই এধরনের ভুল খবরের তীব্র নিন্দা করেছিলেন অর্জুন। ফের একবার মালাইকার মা হওয়ার গুঞ্জনে মুখ খুলেছেন অভিনেতা।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর বলেন, ‘আসলে মানুষ ভুলে যায় সেলিব্রিটিরাও মানুষ। এই ক্লিকবেট সংস্কৃতি নেতিবাচকতার থেকেও খারাপ। এই নেতিবাচক বিষয়গুলো আজকাল মানুষের মনোযোগ টানতে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এগুলো খুবই সাময়িক। তবে এটা খুব সত্যি কথা, আমরা যারা অভিনেতা, তাদের ব্যক্তিগত জীবন সমসময় ব্যক্তিগত থাকে না। আর এই পেশায় আসার সময় এটা মেনে নিয়েই আসতে হবে।

‘এটাও সত্যি, আমরা দর্শকদের কাছে পৌঁছনোর জন্য সাংবাদিকদের উপর নির্ভর করি। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে, আমরাও মানুষ। তাই আমার অনুরোধ কোনো কিছু লেখার আগে একটু ভাবুন। অনুমানের ভিত্তিতে কিছু লিখবেন না, জেনে নিয়ে তবেই লিখুন। কারণ, এধরনের কিছু লিখে দিলে আমাদের জীবনেও প্রভাব পড়ে।’

অর্জুন আরও বলেন, ‘আমি সাংবাদিকদের উপর বিশ্বাস রাখি। কখনও কোনো বিষয়ে পিছিয়ে আসিনি, বা কথা বলিনা এমটাও নয়, তাহলে কেন এমন লিখবেন যা চিরকাল থেকে যাবে! আমরা সবাই কাজ করার জন্যই এসেছি, তথ্য যাচাই না করে কিছু লিখবেন না। অন্যের জীবন নিয়ে এমন কিছু লিখবেন না যাতে মূল্য চোকাতে হয়।

‘প্রতিহিংসাপরায়ণ হবেন না, আজ আপনি যা বিক্রি করার চেষ্টা করছেন, কাল সেটাই আপনার উপর থেকে বিশ্বাসের ভীত নড়িয়ে দেবে।’

ডি.ও // র হ খ

- Advertisement -

আরো পড়ুুর