বিনোদন ডেস্ক:
যেখান থেকে ভারতের গ্ল্যামার জগতে নিজের সফর শুরু করেছিলেন, সেখানেই আবার ফিরছেন অভিনেত্রী সানি লিওনি। আবারও সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস’-এ দেখা যাবে তাকে।
কিন্তু কোন ভূমিকায়, প্রতিযোগী হিসেবে? না, নতুন এক ভূমিকায় ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজনে ফিরছেন সানি।
‘বিগ বস’-এর পঞ্চম সিজনে প্রতিযোগী হয়ে এসেছিলেন সানি। সেই থেকে টেলিভিশনের দর্শকদের কাছে তার পরিচিতি। আর সেই থেকেই মুম্বাইয়ের গ্ল্যামার জগতে পথ চলা শুরু সানির।
শো থেকে বেরিয়েই পূজা ভাট পরিচালিত ‘জিসম টু’ সিনেমায় সুযোগ পান তিনি। তারপর একে একে ‘রাগিনি এমএমএস’, ‘মস্তিজাদে’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর মতো সিনেমায় অভিনয় করেন। ‘রইস’-এর মতো সিনেমায় শাহরুখের পাশে তিনিই হয়েছেন ‘ল্যায়লা’।
‘বিগ বস’-এর পঞ্চম সিজনে প্রতিযোগী হয়ে এসেছিলেন সানি। সেই থেকে টেলিভিশনের দর্শকদের কাছে তার পরিচিতি। আর সেই থেকেই মুম্বাইয়ের গ্ল্যামার জগতে পথ চলা শুরু সানির।
শো থেকে বেরিয়েই পূজা ভাট পরিচালিত ‘জিসম টু’ সিনেমায় সুযোগ পান তিনি। তারপর একে একে ‘রাগিনি এমএমএস’, ‘মস্তিজাদে’, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর মতো সিনেমায় অভিনয় করেন। ‘রইস’-এর মতো সিনেমায় শাহরুখের পাশে তিনিই হয়েছেন ‘ল্যায়লা’।

শনিবার থেকে জিও সিনেমায় দেখা যাবে ‘বিগ বস ওটিটি ২’। শোনা যাচ্ছে, সেখানেই সানিকে প্যানেলিস্ট হিসেবে দেখা যাবে। তবে কী কাজ এই প্যানেলিস্টের, তা বিশদে জানা যায়নি।
তবে মনে করা হচ্ছে, সঞ্চালক সালমানের সঙ্গী হয়েই প্রতিযোগীদের অগ্নিপরীক্ষায় ফেলবেন বলিউডের ‘বেবি ডল’।
প্রথম সিজনে ‘বিগ বস ওটিটি’র সঞ্চালক ছিলেন করণ জোহর। তিনি দর্শকদের মনে জায়গা করে নিতে পারেননি। কারণ, তাদের কাছে ‘বিগ বস’ মানেই সালমান। তা সে টেলিভিশন হোক বা ওটিটি।

