নিজের প্রথম হলিউড সিনেমার ট্রেইলারে খল চরিত্রে দেখা দিলেন আলিয়া

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক:

বলিউডে নিজের ক্যারিশমা দেখানোর পর হলিউড বিজয়ের লক্ষ্যে আলিয়া। প্রিয়াঙ্কা-দীপিকার মতো তিনিও এবার পা রেখেছেন হলিউডে। আসছে তার প্রথম ছবি, ‘হার্ট অব স্টোন’। আর সেই ছবির প্রথম ট্রেইলার মুক্তি পেল সদ্যই। তাতে অ্যাকশন অবতারে খল চরিত্রে দেখা দিলেন আলিয়া।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার প্রকাশ্যে এল এই ছবির ট্রেইলার। এতে গ্যাল গ্যাডটকে একজন এজেন্টের ভূমিকায় দেখা যাবে। তার চরিত্রের নাম রাসেল স্টোন। তিনি একটি বিশ্ব শান্তি বজায় রাখে এমন সংস্থার এজেন্ট।

অন্যদিকে এই ছবিতে কেয়া ধাওয়ানের চরিত্রে অভিনয় করবেন আলিয়া। বলিউডের মিষ্টি, রোমান্টিক এবং একই সঙ্গে দাপুটে অভিনেত্রী এখানে এই প্রথমবার নেতিবাচক চরিত্রে ধরা দেন। হ্যাঁ, তিনি এই ছবির খলনায়িকা। তিনি বিশ্বশান্তি ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছেন। আর তার জন্যই শুরু হবে যে সমস্ত গন্ডগোল, সেটা ট্রেইলারেই স্পষ্ট।

এখানে কেয়া ওরফে আলিয়া একজন হ্যাকারের চরিত্রে অভিনয় করবেন। এই প্রথম তিনি কোনো ভরপুর অ্যাকশন ছবিতে রাফ অ্যান্ড টাফ লুকে ধরা দিতে চলেছেন।

৪৩ সেকেন্ডের এই ট্রেলারে রয়েছে টানটান অ্যাকশন। এই ট্রেইলার অনেক সময়ই যেন দর্শককে ‘মিশন ইম্পসিবল’-এর কথা মনে করাবে। এই ট্রেইলার দর্শকদের থেকে প্রভূত প্রশংসা পেয়েছে। প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়।

এই ছবির ট্রেইলার লঞ্চের অনুষ্ঠানের জন্য আপাতত ব্রাজিলে আছেন আলিয়া। তার সঙ্গে দেখানে গ্যাল গ্যাডট এবং জেমি ডরনান রয়েছেন। আলিয়া নিজেও এই ট্রেইলার তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এবং জানিয়েছেন আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।

ডি.ও // র হ খ

- Advertisement -

আরো পড়ুুর