সিলেট প্রতিনিধিঃ
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার ও তার সহযোগী নাঈমকে সিলেট জেলার ওসমানীনগর থানার বড় হাজিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক ৬ নভেম্বর (বুধবার) আনুমানিক বেলা আড়াইটার দিলে সিলেট জেলার ওসমানীনগর থানার ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর সাকিনস্থ জনৈক মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে পলাতক আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় আনসার আহম্মদ রাহুল (৩০), পিতা- উনাই মিয়া, সাং-সৈয়দপুর মেজরটিলা এবং মোঃ আমিনুল ইসলাম নাঈম (২৩), পিতা- আলমগীর হোসেন, সাং- ইসলামপুর কলোনী মেজরটিলা, উভয় থানা- শাহপরান, জেলা- সিলেট। উল্লেখ্য যে, ১নং আসামী ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।
অন্যধারাঃ- ৭-১১-২০২৪