ভোট

- Advertisement -
- Advertisement -

ভোট
সাইমুম হাবীব

ভোটের আগে জোটের কথায়
মিলবে জনে জনে,
ভোট পেরুলেই ইতিকথা
জ্বলবে সবার মনে।

অমুক ব্যক্তি ভালো লোক
চরিত্রে নাই দাগ,
কথা কাজে নাই-যে ধোকা
অনাবিল তার বাক।

খালাতো ভাই মামাতো বোন
থাকে পকেট ভর্তি,
ভোটের আগেই যতো শতো
ভোট শেষে হয় জরতী।

চেয়ারম্যানের চেয়ার যখন
হবে পাকাপাকি,
সিগনেচারে হাজার টাকা
থাকবে নাতো বাকি।

অন্যধারা/ এমকেএ

- Advertisement -

আরো পড়ুুর