লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের পরিবার পাবে দেড় লাখ টাকা: নৌপ্রতিমন্ত্রী

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী  জানিয়েছেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে দেড় লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করা হবে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লঞ্চে অগ্নিদগ্ধ আহত যাত্রীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এমন কথা বলেন নৌপ্রতিমন্ত্রী।

ইতিমধ্যেই নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে একজন যুগ্মসচিবকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তারা আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া লঞ্চে অগ্নিকাণ্ডে  রাজনৈতিক ষড়যন্ত্র ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর