উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা শিবিরে আগুন

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

রোববার (৯ জানুয়ারি,২০২২) বিকেল ৫টার দিকে কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা শিবিরে আগুন লেগেছে। আগুনের সূত্রপাত হয় রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতঘর থেকে।ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এমদাদুল হক বলেন,আমি ও আমার টিম এখনও ঘটনাস্থলে আছি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা যথাসাধ্য চেষ্টা করছি । আগুনের ভয়াভহতা যাতে  ছড়িয়ে পড়তে না পারে প্রশাসন সে ব্যাপারে সর্বোচ্চ তৎপর রয়েছে।

জানা যায়, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় প্রশাসন জোড় প্রচেষ্টা চালাচ্ছে। তাদের সাথে সম্মিলিত চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখানে বসবাসরত স্থানীয় ও রোহিঙ্গারা।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর