অন্যধারা ডেস্ক:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান নৌকার পক্ষে কাজ করবে এমন সিদ্ধান্ত সঠিক বলে আমি মনে করি।
মঙ্গলবার (১১ জানুয়ারি,২০২২) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন ।
তথ্যমন্ত্রী বলেন, দেখলাম কিছু গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।নির্বাচন কমিশনের আচরণবিধিতে বলা হয়েছে সংসদ সদস্যরা স্থানীয় নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আমাদের আশেপাশের কোনো দেশের আচরণবিধিতে এ রকম কোন নিয়ম নেই । এমনকি ইউরোপের কোন দেশেও এমন বিধিনিষেধ নেই। বরং সেসব দেশে মন্ত্রী এবং সংসদ সদস্যরা তাদের প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করতে পারেন।
দৈনিক অন্যধারা//আর এম