প্রবাসে থেকে রাষ্ট্রবিরোধী বক্তব্যদাতাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

প্রবাসে থেকে যারা রাষ্ট্রবিরোধী বক্তব্য দিচ্ছে তাদের তালিকা তৈরি করে পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১২ জানুয়ারি,২০২২) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।

মন্ত্রী  বলেন, যারা বিদেশে বসে রাষ্ট্রবিরোধী কথা বলছে তাদের পাসপোর্ট বাতিলের জন্য আমরা বৈঠক করে পরামর্শ করেছি। তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।  তাদের বক্তব্যে কোনটা রাষ্ট্রবিরোধী কাজ, কারা অব্যাহতভাবে এ কাজ করে যাচ্ছে, তাদের পাসপোর্ট বাতিলের জন্য বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, যে কোনো সরকারি চাকরিতে নিয়োগের আগে ডোপ টেস্ট করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগেও ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য  একটি আইনও করা হবে।

মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গারা যেহেতু আমাদের দেশের নাগরিক নন সেহেতু  তাদেরকে আমাদের দেশের আইন অনুযায়ী বিচার করা যাবে না। কাজেই তাদেরকে  অন্যায় কাজ থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর