অন্যধারা ডেস্ক:
মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ১৫ জন মারা গেছে। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৩৮ জনের।নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৮৫৯ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন এক হাজার ৮৬৫ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪২৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৯৯ হাজার ৬৪০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৫৮ হাজার ৭৬৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ৬ জন নারী। মৃত ১৫ জনের মধ্যে রয়েছেন ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন।
মৃত ১৫ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬ জন এবং চট্টগ্রাম বিভাগের ১ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগের ২ জন এবং ময়মনসিংহ বিভাগের ৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম করোনা রোগী আক্রান্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়।
দৈনিক অন্যধারা//আর এম