শেখ হেলাল উদ্দিনের উদ্যোগে চিতলমারী হাসপাতালে ৬৩ লক্ষ টাকা ব্যয়ে করোনা ইউনিট চালু

- Advertisement -
- Advertisement -

প্রতিনিধি,চিতলমারী (বাগেরহাট):

বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৬৩ লক্ষ টাকা ব্যয়ে করোনা ইউনিট চালু করা হয়েছে। দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই এ উপজেলায় করোনার প্রাদুর্ভাব রোধকল্পে সেন্ট্রাল হাইফ্লো-অক্সিজেন সিস্টেমসহ ২০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট, ভিআইপি কেবিন, আইসিইউ পেসেন্ট মনিটরসহ পর্যাপ্ত ঔষধ মজুদ রাখা হয়েছে। করোনা রোগীদের সার্বক্ষনিক সেবা প্রদানের জন্য ৮ জন চিকিৎসক ও নার্স নিয়োজিত রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঝুকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে আইসিইউ ভেন্টিলেটর সুবিধা ছাড়া করোনা প্রতিরোধে সব ধরণের আধুনিক চিকিৎসা সেবা বর্তমানে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেই প্রদান করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র এমপি শেখ হেলাল উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক তত্বাবধানে এ উপজেলায় করোনা শুরু থেকেই আক্রান্ত ও মৃত্যুর হার ছিল সর্বনিম্নে। এ ব্যাপারে চিতলমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান বলেন, কোভিড-১৯ করোনা মহামারীর শুরু থেকেই দক্ষিণবাংলার জননন্দিত নেতা ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সার্বিক ও মানবিক সহায়তা প্রদানসহ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে করোনা ইউনিট স্থাপন, করোনা মহামারী রোধে উপজেলাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মামুন হাসান বলেন, এমপি শেখ হেলাল উদ্দিন মহোদয়ের সুদৃষ্টি, মানবিক সহায়তা ও যথা সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ফলে করোনা মোকাবেলায় আমরা অত্যান্ত সাফল্যজনক ভাবে উত্তীর্ণ হতে পেরেছি। করোনার ৩য় ঢেউ মোকাবেলায় সদাসর্বদা আমরা প্রস্তুত রয়েছি। তিনি আরো বলেন, ইতোমধ্যেই করোনা ভ্যাকসিন শতভাগ সম্পন্ন হবার পথে। তিনি মহামারী রোধে উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করেন।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর