অন্যধারা ডেস্ক :
এক সাক্ষাৎকারে জানা যায়, ঘিওর উপজেলা ছাত্রলীগের কর্মীদের দাবী, ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে তারা মেহেদী হাসান রনি কে চায়। তার কারন জানতে চায়লে ছাত্রলীগকর্মীরা বলে ঘিওর উপজেলা ছাত্রলীগে যোগ্যনেতা বলতে কেউ থাকলে সকলের পছন্দ একজনই সৎ, ত্যাগী, মেধাবী , সাহসী ও জনদরদী নেতা মেহেদী হাসান রনি ।
ঘিওর উপজেলা ছাত্রলীগের ইতিহাসে এমন ছাত্রনেতা কখনো মেলেনি জানিয়েছে কর্মীরা। আপদ-বিপদ ও সময়-অসময় ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে তিনি মানুষের কল্যানে ও মানুষের দরকারে নিজেকে সবসময় বিলিয়ে দেয়। দলকে ও সংগঠনকে গতিশীল করার লক্ষে তিনি দিন-রাত পরিশ্রম করে থাকেন। এবং বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে তাকে সবার আগে দেখা যায় যদিও সে ছবি তুলে সেগুলো পাবলিক করে না। তিনি অসাধারণ মনের অধিকারী । তিনি ঘিওর উপজেলা ছাত্রলীগের একজন কিংবদন্তি নেতা যার ডাকে হাজার হাজার ছাত্র ছাত্রলীগে যোগ দিয়েছে এবং তার নামে খোঁজ নিতে গেলে সকলের মুখে প্রশংসা আর প্রশংসা। পরিচ্ছন্ন ক্লিন ইমেজ তার। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে প্রধানমন্ত্রীর আস্থাভাজন মানিকগঞ্জ ১ আসনের নয়নমণি মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ এম নাইমুর রহমান দুর্জয় (এম.পি)‘র নির্ভীক সেনা হয়ে দিকনির্দেশনা পালন করে যাচ্ছেন।
সাক্ষাৎকারে আরো জানা যায় তিনি তরুনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বর্তমান সময়ে নেশাদ্রব্য জাতীয় জিনিস থেকে তরুনদের বিরত রাখার জন্য খেলাধুলার প্রতি বেশি গুরুত্ব দেয় বিভিন্ন সময় বিভিন্ন খেলার সামগ্রী কিনে দেন। তার ধারনা-
খেলাধুলা করে যে
মাদকমুক্ত থাকে সে
ছাত্রলীগকর্মীরা আরো বলেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে হাইব্রিড ও চামবাজদের মূল্যায়ন না করে দলের ত্যাগী, সৎ, মেধাবী ও সাহসীদের মূল্যায়ন করা হোক। এই বলে –
উচ্চপদস্থ নেতাদের কাছে মাদকমুক্ত সুসংগঠিত গতিশীল ঘিওর উপজেলা ছাত্রলীগ গড়তে মেহেদী হাসান রনিকে দরকার বলে জোর দাবী জানান ছাত্রলীগকর্মীরা ।
দৈনিক অন্যধারা // কে. আর