রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয়েছে। সকাল থেকে নীলক্ষেত মোড় হতে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে এ সংঘর্ষ চলছে। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ।
সংঘর্ষের এক পর্যায়ে সকাল ১১টার দিকে ঢাকা কলেজের গেটে শিক্ষার্থীরা এবং চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের ব্যবসায়ীরা সড়কে অবস্থান করছে। এর ফলে সায়েন্সল্যাব, আজিমপুর, মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে সোমবার রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত প্রায় ১২টার দিকে শুরু হয়ে তিনটা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত পৌনে ১২টার দিকে রমনা জোনের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেন এবং সেই সাথে রাবার বুলেটও নিক্ষেপ করতে দেখা যায়। পরবর্তীতে রাত তিনটার দিকে শিক্ষার্থীদেরকে কলেজ ক্যাম্পাসে এবং ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ফিরিয়ে দিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে আনেন।
তবে অভিযোগ রয়েছে যে, শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এমন অভিযোগে কলেজের ভেতরে বিক্ষোভ শুরু করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা হলের ছাদে ও তেলের পাম্প এলাকায় অবস্থান নেন। ফলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করলেও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
দৈনিক অন্যধারা/জকাতা