ঋদ্ধিমানকে হুমকির কারণে ২ বছরের জন্য নিষিদ্ধ সাংবাদিক

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

ভারতীয় ক্রিকেট খেলোয়ার ঋদ্ধিমান সাহাকে হুমকি দেয়ার অভিযোগে সাংবাদিক বোরিয়া মজুমদারকে দু’বছরের জন্য নিষিদ্ধ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংরেজি দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এই খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় বোর্ডের কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, দু’বছরের ভিতরে ভারতের কোনো ম্যাচে ওই সাংবাদিককে প্রবেশ করতে দেয়া হবে না। বিসিসিআই তাদের অনুমোদিত সবকটি সংস্থাকে জানিয়ে দেবে, তাকে যেন স্টেডিয়ামে ঢুকতে দেওয়া না হয়।

এছাড়াও আইসিসির কাছে বোর্ড অনুরোধ করবে, ওই সাংবাদিককে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে, ওই সাংবাদিকের সঙ্গে যেন কেউ কথা না বলেন, বা যোগাযোগ না রাখেন।

গত ১৯ ফেব্রুয়ারি ভারতীয় দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা টুইট করে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক ‘শ্রদ্ধেয়’ সাংবাদিকের কাছ থেকে এটা আমাকে শুনতে হল। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’ এর সঙ্গে ঋদ্ধি তাঁর মোবাইলের স্ক্রিনশট তুলে টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায় ওই সাংবাদিক ঋদ্ধিকে লিখেছেন, ‘আপনি তো আমাকে ফোন করলেন না। আর কখনো আপনার সাক্ষাৎকার নেব না। আমি অপমান খুব সহজে নিই না। এটা মনে রাখব।’ সাংবাদিকের নাম প্রকাশ্যে আনেননি ঋদ্ধি।

এর পরেই সমালোচনার ঝড় ওঠে। ঋদ্ধির পাশে দাঁড়ান ক্রিকেটাররা। রবি শাস্ত্রী বলেন, ভারতীয় বোর্ড কড়া পদক্ষেপ নিক। ঋদ্ধিমানকে অনুরোধ করা হয়, সেই সাংবাদিকের নাম প্রকাশ্যে আনার জন্য।

ভারতীয় বোর্ড এই নিয়ে তদন্ত কমিটি গড়ে। সেখানে রাখা হয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ অরুণ ধুমল এবং অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ ভাটিয়াকে। সেই কমিটির সামনে ঋদ্ধি অভিযুক্ত সাংবাদিকের নাম বলেন।

দৈনিক অন্যধারা/২৪ এপ্রিল ২০২২/জকাতা
- Advertisement -

আরো পড়ুুর