অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

- Advertisement -
- Advertisement -
নাইজেরিয়ার রিভার রাজ্যে অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তা ও পরিবেশবাদী দলের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
আল-জাজিরা এক প্রতিবেদনে উল্লেখ করেছে, নাইজেরিয়ার তেল সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া বলেছেন, অবৈধ বাঙ্কারিং সাইটে ওই বিস্ফোরণ ঘটলে শতাধিক মানুষ দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।

নাইজেরিয়ায় বেকারত্ব ও দারিদ্র্য নিরসনে অবৈধ তেল শোধন করা এখন একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। এর একটি মারাত্মক পরিণতিও আছে।

প্রধান তেল কম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করে অস্থায়ী ট্যাঙ্কে পরিশোধিত হয়। বিপজ্জনক এই প্রক্রিয়া মারাত্মক দুর্ঘটনার দিকে ধাবিত করেছে এবং এ অঞ্চলকে দূষিত করেছে; যা ইতোমধ্যেই কৃষি জমি ও উপহ্রদগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে।

ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বেআইনি জ্বালানি কেনার জন্য লাইনে থাকা বেশ কয়েকটি গাড়ি বিস্ফোরণে পুড়ে গেছে।

দক্ষিণ নাইজেরিয়ার আশেপাশে বহু মানুষ অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। তরুণরা জানে যে এটি বিপজ্জনক, কিন্তু দারিদ্র্যের কারণে, তারা এসব অবৈধ শোধনাগারে কাজ করছে।

নাইজেরিয়া সরকার জানিয়েছে, অবৈধ ওই তেল শোধনাগারের মালিক বর্তমানে পলাতক রয়েছেন এবং তাকে যেকোনো মূল্যে গ্রেপ্তার করা হবে। তাকে গ্রেপ্তারের পর ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সূত্র: গার্ডিয়ান, এনডিটিভি, আল-জাজিরা।

দৈনিক অন্যধারা/২৪ এপ্রিল ২০২২/জকাতা
- Advertisement -

আরো পড়ুুর