এবার কোকাকোলার মালিকানাও কিনছেন ইলন মাস্ক!

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

তার ফলোয়ারদের মধ্যে কারও কারও মন্তব্যের উত্তরও দিয়েছেন ইলন মাস্ক। তবে এবার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কোকাকোলা কিনতে ইলন মাস্কের আগ্রহের চেয়ে তিনি কেন বহুজাতিক এই পানীয় কোম্পানিটি কিনে নিতে চাইছেন, সেটা নিয়েই এখন মানুষ আলোচনায় ডুবে আছেন।
কোকাকোলা কিনতে চেয়ে টুইট করার পরপরই ইলন মাস্ক আরও দুটি টুইট করেন। এর ভিতরের তাঁর আগের একটি টুইটের স্ক্রিনশট পোস্ট করেন তিনি। ওই টুইটে তিনি বলেছিলেন, ‘আমি এখন ম্যাকডোনাল্ডস কিনে নিতে যাচ্ছি এবং তাদের আইসক্রিম তৈরির মেশিনগুলোর সমস্যা সমাধান করব।’
পরের টুইটে বলেন, ‘আসুন, সবাই মিলে যতটা পারা যায় টুইটারের মাধ্যমে মজা নেওয়ার চেষ্টা করি।’ ওই টুইটে ইলন মাস্ক আরও একটি মন্তব্য করেন এবং তাতে তিনি বলেন, ‘শুনুন, আমি কিন্তু অলৌকিক কিছু করতে পারি না।’
দৈনিক অন্যধারা/২৮ এপ্রিল ২০২২/জকাতা
- Advertisement -

আরো পড়ুুর