
বিক্ষোভময় শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির দলনেতা রনিল শ্রীয়ান বিক্রমাসিংহে। পাঁচবারের সাবেক এই প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শপথ নিতে পারেন বলে জানিয়েছে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর।
গতকাল বুধবার (১১ মে) সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসের সঙ্গে রূদ্ধদ্বার বৈঠক করেছিলেন রনিল বিক্রমাসিংহে। সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকসে গত সোমবার পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

দেশটির ডেইলি মিরর জানিয়েছে, শপথ নেওয়ার পর রনিল বিক্রমাসিংহে কলম্বোর একটি মন্দির পরিদর্শনে যাবেন। এরপরই তিনি তার আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।