নেতাকর্মীদেরকে পদ্মা সেতু উদ্বোধনের দিন সাবধানে চলাফেরা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (০৮ জুন ২০২২) পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় এক খুদে বার্তায় (এসএমএস) তিনি এ নির্দেশ দেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সভায় প্রধানমন্ত্রীর এ খুদে বার্তাটি পড়ে শোনান।
মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী একটি মেসেজ দিয়েছেন। আমি সেটি পড়ে শোনাচ্ছি। প্রধানমন্ত্রী বলেছেন, সবাই যেন সাবধানে চলাফেরা করে। গাড়ি যেন ওভারটেক না করে। ভলান্টিয়াররা সক্রিয় থাকবে। ষড়যন্ত্র তো আছেই। কোনো দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে। সাবধানে থাকতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় দক্ষিণাঞ্চলের শীর্ষ নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১০ লাখের বেশি মানুষ পদ্মা সেতু উদ্বোধনের দিন সমাবেশে থাকবেন বলে ধারণা করছে ক্ষমতাসীন দল।
দৈনিক অন্যধারা/০৮ জুন ২০২২/জ কা তা