শরণখোলা সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ৪ জেলে আটক

- Advertisement -
শরণখোলা 
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুধরাজ খালে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা একটি ট্রলারসহ চার জেলেকে আটক করেছে। আটক জেলেদের সোমবার (২৭ জুন) সকালে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। আটককৃত জেলেরা হচ্ছেন, পাথরঘাটার চরদুয়ানী গ্রামের জলিল (৪৫), সাইফুল (২১), মুছা (৩২) এবং খুলনার রুপসা গ্রামের মুরাদ (৪০)। বন বিভাগ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুন) বিকালে শরণখোলা স্মার্ট টীম-২ এর বনরক্ষীরা নিয়মিত টহলকালে সুন্দরবনের কচিখালী ও কটকা এলাকার দুধরাজ খালে মাছ ধরা অবস্থায় একটি ট্রলার ও চার জেলেকে আটক করেন। ট্রলারে জাল ও গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। পরে আটক ট্রলার ও জেলেদের কচিখালী ফরেস্ট টহল ফাঁড়িতে সোপর্দ করা হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শহীদুল ইসলাম বলেন, ’বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করে সোমবার সকালে তাদের বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -

আরো পড়ুুর