- Advertisement -
রাশেদুজ্জামান তাওহীদ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন রাজিবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান। আতাউর রহমান জানান, আর্থিক লেনদেন নিয়ে চেক সংক্রান্ত একটি মামলায় উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোর বিরুদ্ধে জামালপুরে মামলা হয়। মামলাটি কুড়িগ্রাম আদালতে আসলে আদালত চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা মূলে শুক্রবার দিবাগত রাতে চেয়ারম্যানকে গ্রেফতার করে পুলিশ।
রাজিবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘শনিবার সকলে চেয়ারম্যানকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -