ভোটাররা ভোটকেন্দ্রে না এলে বুঝতে হবে গণতন্ত্রে অসুস্থতা রয়েছে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক

আস্থার প্রশ্নে ভোটাররা একটু নিরুৎসাহিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ভোটাররা ভোটকেন্দ্রে না এলে বুঝতে হবে গণতন্ত্রে অসুস্থতা রয়েছে বা গণতন্ত্রের অপমৃত্যু হচ্ছে বলে তিনি জানান।

রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আবু নাছের তালুকদারের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সংলাপে অংশ নেয়।

সংলাপে দলটির প্রস্তাবের প্রসঙ্গে একমত পোষণ করে সিইসি বলেন, আপনারা বলেছেন, ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ এটা ঠিক। অনেক ক্ষেত্রে আমরাও দেখেছি ভোটাররাও একটু নিরুৎসাহিত হয়ে পড়েছেন। এজন্য আস্থা ফেরানো খুবই প্রয়োজন। গণতন্ত্রকে বাঁচাতে হলে, গণতান্ত্রিক চেতনাকে চর্চা করতে হবে। ভোটারদের অবশ্যই ভোটকেন্দ্রে আসতে হবে। ভোটাররা ভোটকেন্দ্রে না এলে বুঝতে হবে গণতন্ত্রে অসুস্থতা রয়েছে বা গণতন্ত্রের অপমৃত্যু হচ্ছে।

‘আমাদের ক্ষমতার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এটা আশ্বস্ত করছি। যতটা তৎপর হওয়া দরকার আমরা হবো, সেটার প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।

হাবিবুল আউয়াল বলেন, কমিশন অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন করার চেষ্টা চালিয়ে যাবে। এ লক্ষ্যে শুধু আমাদের যে দায়িত্ব তার ওপর এককভাবে নির্ভর করলে তা ভ্রান্ত হবে। আপনাদেরও দায়িত্ব রয়েছে। সব রাজনৈতিক দলকে সমবেতভাবে এই কাজটি অর্জন করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা শক্তি পাবো। সবাই মিলে চেষ্টা করি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি সত্যিকার গণতান্ত্রিক চেতনায় গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শুদ্ধতার সঙ্গে যেন বাস্তবায়ন করতে পারি।

তিনি বলেন, জনগণের সরকার যেন গড়ে ওঠে, এটাই আমাদের চাওয়া। আমরা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অধিকার পরিপূর্ণভাবে দিতে চাই।

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর