অন্যধারা ডেস্ক
ঘরের বিমের মাথায় চার টুকরা রড বাইরের দিকে ঠিকই বের করে দেওয়া হয়েছে। কিন্তু ভেতরে এর ছিটেফোঁটাও কিছুই নেই। এমনটা ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে।
খবর পেয়ে শুক্রবার (১২ আগস্ট) রাতে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ঘর ভেঙে দেয় উপজেলা প্রশাসন। এ সময় আরও ছয় ঘরের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
১৬ জুনের বন্যার আগে কিছু ঘরের কাজ হয়। বন্যার সময় কিছুদিন কাজ বন্ধ ছিল। এরপর আবার কাজ শুরু হয় রাতে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। শুক্রবার রাতেও ওখানে কাজ হচ্ছিল। স্থানীয় লোকজনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়, ঘরের বিমে অভিনব কায়দায় বাইরে চার টুকরা রড ঢুকিয়ে ভেতরে কোনো রড দেওয়া হচ্ছে না। সিমেন্ট কম দেওয়া হচ্ছে। কাদা মাটির ওপর মসলা তৈরি করে ঢালাই করা হচ্ছে বলে তিনি জানান।
দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেকের দাবি, ‘প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম হওয়ায় শুরুতেই স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা প্রতিবাদ জানায়। উপজেলা প্রশাসনকে ঠিকাদার তাজির উদ্দিনের অনিয়মের কথা জানানো হয়। ওই সময় প্রতিবাদকারীদের উল্টো হেনস্তা করায় অনিয়ম বেশি হতে থাকে।’
বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা অভিনব কায়দায় বড় অনিয়মের কথা জানিয়ে বললেন, ‘ঠিকাদারকে নিজ খরচে ভেঙে দেওয়া অংশে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।
দৈনিক অন্যধারা/ এইচ