প্রতীকী ছবি
আদালতে সবার সামনে স্ত্রীর গলা কেটে খুন করলেন স্বামী। শনিবার (১৩ আগস্ট) এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো ভারতের কর্ণাটকের একটি আদালত।
ভারতের কর্ণাটক পুলিশ সূত্রে জানা গেছে, শিবকুমার (৩২) ও চিত্রার (২৮) বিবাহবিচ্ছেদের মামলা চলছিল আদালতে। উভয় পক্ষের আইনজীবীর সাক্ষ্যগ্রহণের পর বিচারক মামলার পরবর্তী দিন ধার্য করেন। ঠিক এ সময়েই ঘটনাটি ঘটে।
জানা গেছে, শুনানি শেষে চিত্রা আদালতের শৌচালয়ে যাওয়ার সময়ে পিছু নেন শিবকুমার। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে স্ত্রীর গলায় কোপ বসিয়ে দেন। চিত্রার আর্ত চিৎকারে সবাই দৌড়ে যান সেখানে। অ্যাম্বুল্যান্সে করে রক্তাক্ত অবস্থায় চিত্রাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসকরা চিত্রাকে মৃত ঘোষণা করেন। চিত্রার উভয় ধমনী কেটে গেছে বলে জানান চিকিৎসকরা।
পুলিশ শিবকুমারকে আটক করে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সূত্র- এনডিটিভি।
দৈনিক অন্যধারা/১৪ আগস্ট ২০২২/রবিবার/জ কা তা