অন্যধারা ডেস্ক
খাগড়াছড়িতে অভাবের তাড়নায় সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করতে চেয়েছিলেন এক অসহায় মা। এবার তার সহায়তায় পাশে এসে দাঁড়িয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
সেই সোনালী চাকমার অসহায়ত্বের খবর পেয়ে রোববার (১৪ আগস্ট) সকালে তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে এনে এক লাখ টাকার অনুদান দিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। সেইসাথে সোনালীকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর দেয়ার জন্য।
প্রতাপ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, সোনালী চাকমা কোনো ধরণের মানসিক রোগাক্রান্ত কিনা তা চিকিৎসক কর্তৃক যাচাই করা হবে। যদি তেমনটা হয়ে থাকে তাহলে প্রতিবন্ধী ভাতাও পাবেন তিনি ।
অভাব-অনটনের সংসারে ছেলে রামকৃঞ্চ চাকমাকে ঠিকমতো খাবার ও ভরণপোষণ দিতে না পারার কারণে অতিষ্ঠ হয়ে নিজের ছেলেকে অন্যের বাড়িতে দিতে চেয়েছিলেন তিনি। জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাকুজ্যাছড়ির গ্রামের বাসিন্দা সোনালি চাকমা।
অনুদান তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, খাগড়াছড়ি সমাজ সেবা বিভাগের উপপরিচালক মো. মনিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জিতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজন চাকমা।
দৈনিক অন্যধারা/ এইচ