মেয়ে
সাদিয়া আফরিন মুন
মেয়ে আজ চাইছো তুমি অধিকার,
কিন্তু পণ্য রুপে কেনো?
এ কোন অধিকার! একটু বলবে আমায়?
এটা কী ব্যবসা নাকি!
নাকি রাজপথে চলে তোমার রূপের খেলা।
মেয়ে তোমায়, নামালো যারা রাস্তায়
তারা তো দিব্যি দেখছে তোমায়,
তোমার রূপে স্নান করছে হাজার বার
তোমার কি বোধগম্যতা...
বিশ্বাসে বেধেছি ঘর
সুশান্ত হালদার
প্রত্যাশার বারান্দায় এখনো হতাশার বসবাস
অথচ বিকেলের সোনারোদে পেতেছি দু'দিনের সংসার
ঠোঁটের কার্নিশে জমিয়েছি জীবনের যবনিকাপাত
যায় যদি যাক মুছে জীবনের ধারাপাত ।
ঈশ্বর, খুব অবাক হচ্ছেন, তাই না?
ষড়রিপুর তাড়নায় যখন ভুলে গেছি ন্যায়-অন্যায়
ধর্মাধর্মের টানোপোড়নে যখন জীবন হচ্ছে অবক্ষয়
তখন...