অপেক্ষা করতে শেখো
জাহাঙ্গীর ফিরোজ
অপেক্ষা করো
দেখতে দেখতে ভোর হবে
অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে অাসছে
অালো অার অাঁধারের খেলা বুঝে নাও।
অপেক্ষা করো
অপেক্ষা করতে শেখো ধীরে ধীরে
রাত ও দিনের কাছে
চাঁদ ও সূর্যের কাছে।
দিবাকর মেঘের অাড়ালে যায়
দিন শেষে অস্ত গিয়েছে
কৃষ্ণপক্ষ শেষ হয়ে অাসছে
অপেক্ষা করো
ভোর...
আবেগী বিবেক
বেবী আফরোজ
এক জীবনের এই ছোট্ট জগৎটাতে
তোমারি বিচরণ, অবাধে বসবাস
শিশির কনার মতো নয়,
চিরস্থায়ী।
আমি তোমায় চেয়ে এনেছি
খুব করে
আমার ভালবাসার নামে,
বিধাতার কাছ থেকে ।
রুপালি আলো কিংবা অদ্ভুত আঁধার
সমস্ত অন্দরেই
আমি তোমাকে দেখি ।
আমি ছুঁতে চাই, চাঁদ নয়
তোমার উপবাসী ভালবাসার
গহীন তীব্রতা ।
নীল নীলিমার...
প্রিয়জন চলে যায়
হাসিনা ইসলাম সীমা
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
আপনজন যায় যে হারিয়ে।
অর্থ-কড়ি ভালোবাসা
ফেলে রেখে সব আশা।
তবু চলে যায়
প্রিয়জন হায়।
ছিন্ন করে মায়ার বন্ধন
থামিয়ে আত্মার স্পন্দন।
তবুও এ মনে আসেনা
আমিও একদিন রবোনা।
এ মৃত্যুর তিক্ত স্বাদ
সবাই করিবে আস্বাদ।
ধনী-দরিদ্র, সুখী-অসুখী
সবাই যে হবো মৃত্যুমুখী।
সর্বদা থাকি মত্ত
নিয়ে মিছে...
অাকাংখা
মোঃমনোয়ার হোসোন
সেদিন অাকাশে উঠেনি'ক রবি
পাখীরা গায়নি গান,
সাগরে সেদিন ঢেউ জাগেনি'ক
নদীতে ছিল না তান।
জ্যাৎস্নায় সেদিন ফিক লেগেছিল
মেঘে ঢাকা ছিল অাকাশ,
চারিদিকে ছিল শুধু নিরবতা
বাতাসে ছিল না সুবাস।
অাঁখী দু'টি ছিল জলে টলমল
বুকে ছিল কশাঘাত,
শ্রাবণ বরিষণ বেদনা ভুলিতে
কেঁদে ছিল দিন রাত।
কেঁদে কেঁদে সব...
মা
ফাতেমা শিল্পী
মা তুমি সোনা মনী লক্ষী আমার মা
এই জগতে তোমার কোনো হয়না তুলনা
তোমার দোয়া আছে বলে শান্তি লাগে মনে
আমায় নিয়ে ভাবিনা মা তুমি আছ বলে।
আদর যত্নে করেছ যখন আমায় এতো বড়
সবার ভালো করতে পারি সে দোয়া ই করো
জনম দুঃখি...
পরম বাসনা
আশরাফ মির্জা
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
সেকালে কবির ইচ্ছা ছিল এমন,
একালেও তেমন বাসনা আমার মনে
তবে, একটু ভিন্ন সেই কারণ ।
অনন্ত জীবন লাভ সম্ভব নয় বাস্তবে
তবু চাই অনাগত কাল বেঁচে থাকতে,
যতদিন এই ধরণী টিকে থাকে অন্তত
ইস্রাফিলের সিঙ্গা ফুকার আগ পর্যন্ত।
যেহেতু...