অভিনেত্রী কেট হাডসন একসঙ্গে তিন সংসারের সন্তান বড় করছেন

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক

হলিউড অভিনেত্রী কেট হাডসন তার তিন স্বামীর সংসারের সঙ্গে তিন সন্তান জন্ম দিয়েছেন। এ নিয়ে একসময়ে তিনি তুমুল আলোচিত-সমালোচিত ছিলেন। তবে এখন বেশ সুখে আছেন। কেট এটিকে যৌথ পরিবার হিসেবে দেখতে চান। সব সংসারের সন্তানই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। কেট সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, প্রেমই আসল বন্ধন। সব সময় ভালোবাসা খুঁজেছেন যেমন, সবাইকে ভালোবাসায় ভরিয়েও দিতে চেয়েছেন। প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই কাজ করেছে সেই রসায়ন।

তিন সন্তানের মধ্যে বয়সের পার্থক্য নিয়ে কথা বলার সময় কেট জানালেন, তিনি এখন বেশি করে নিজের মাতৃত্ব উপভোগ করছেন। প্রথম সন্তান রাইডারের জন্মের সময় তারও বয়স কম ছিল। কেটের দাবি, রাইডারের সঙ্গে বেড়ে উঠেছিলেন তিনিও। তারপর নারী হিসেবে নিজেকে আবিষ্কার করেন। অনেক পথ পেরিয়ে এখন তিনি জীবনের অন্য পর্যায়ে। তাই মাতৃত্ব উপভোগ করতে পারছেন ভরপুর।

কেটের দাবি, ভালোবাসাকে বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে-ফিরিয়ে আদায় করেছেন তিনি। গতানুগতিক প্রেম কিংবা ভালবাসার ধারণায় তিনি আগ্রহী নন। জীবনকে নিজের মতো করে সাজিয়েছেন। বললেন, আমার লক্ষ্য ভালবাসা পাওয়া এবং দেওয়া।

দৈনিক অন্যধারা/১৩-১২-২০২২

- Advertisement -

আরো পড়ুুর