বিনোদন ডেস্ক:
মুক্তি পেতে যাচ্ছে প্রেম-ভালোবাসার গল্প নিয়ে নির্মিত শর্টফিল্ম ‘বেঁচে থাকুক প্রেম-ভালোবাসা’। পিজি মোস্তফার রচনায় এটি পরিচালনা করেছেন হেলাল উদ্দিন ফারহান।
পরিচালক হেলাল উদ্দিন শর্টফিল্মটির গল্প সম্পর্কে বলেন, এখানে অসম একটি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। হরিপদ নামের একজন কামার শিতি নামের এক সুন্দরীকে ভালোবাসে। শিতির রূপে-গুনে এলাকার সবাই পাগল। এমনকি হরিপদের সম্পর্কে চাচা নিশিচরনও পাগলপ্রায় শিতির জন্য।
তিনি আরও বলেন, নিশিচরন শিতিকে পাওয়ার জন্য বিভিন্ন সময় হরিপদকে অপমান-অপদস্থ করতে থাকে। কিন্তু হরিপদ কিছু বলতে পারে না। আর এতকিছুর পরও প্রেম হয়ে যায় হরিপদ-শিতির। কিন্তু নিশিচরনের অত্যাচার সইতে না পেরে এক সময় পালিয়ে যায় হরিপদ-শিতি।
শর্টফিল্মটিতে অভিনয় করেছেন নজরুল, ফিরোজ আল নামুন, লেলিন, অনন্যা। চিত্রগাহক ছিলেন ছিল কামরুল হাসান।
ডি.ও // র হ খ