বিনোদন ডেস্ক :
বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’র কথা। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উন্মুক্ত করা হয়েছে এর ট্রেলার। এক বাক্যে বলতে গেলে, দুই মিনিট চৌত্রিশ সেকেন্ড এর ট্রেলার অ্যাকশনে পূর্ণ।
চোখ ধাঁধানো লোকেশনে অ্যাকশন, সঙ্গে শিস দেওয়ার মতো সংলাপ; এসআরকে ভক্তরা যেন এমন কিছুর জন্যই অপেক্ষা করছিলো। ট্রেলার অনুসারে, শাহরুখ একজন ভারতীয় স্পাই, যার নাম পাঠান। অন্যদিনে জন আব্রাহাম একটি জঙ্গি সংগঠনের কর্তা। যিনি ভারতে ভয়ংকর হামলার ছক কষে। সেই হামলা থেকে ভারতকে রক্ষা করতেই মিশনে নামেন পাঠান। তার সঙ্গে অ্যাকশন গার্ল হিসেবে দীপিকাকেও দেখা যাচ্ছে। এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার সালমান খানও। তবে ট্রেলারে তাকে দেখানো হয়নি। বোঝা গেলো, বড় পর্দাতেই বাজিমাত করবেন ভাইজান।
উল্লেখ্য, ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। যিনি এর আগে ব্লকবাস্টার হিট ‘ওয়ার’ সিনেমাটি বানিয়েছেন। এতে শাহরুখ, দীপিকা, জন, সালমানের সঙ্গে আরও আছেন আশুতোষ রানা, গৌতম রোড়ে, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। প্রায় ২৫০ কোটি রুপি বাজেটে তৈরি করা হয়েছে ‘পাঠান’। রয়েছেন শাহরুখ-দীপিকা ও জনের মতো তারকা। সবমিলে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে বক্স অফিসে কতখানি সাফল্য পায়, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও দুই সপ্তাহ। আগামী ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।
পাঠান মুভির ট্রেলার :
দৈনিক অন্যধারা / ১০-০১-২০২৩