ইনকোয়ারি ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নয়

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন,কোনো সাংবাদিককের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার আগে তা ইনকোয়ারি করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সেলে যাচ্ছে। আনীত  অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে মামলা আদালতে যাবে। এর আগে কোনো সাংবাদিককে যেন মামলায় জড়ানো না হয়।

বুধবার (২৯ ডিসেম্বর,২০২১) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমানে কোনো সাংবাদিককের বিরুদ্ধে মামলা হলেই সাথে সাথে গ্রেফতার করা হচ্ছে না। প্রথমে যাচাই-বাছাই হয়।

অনুষ্ঠানে সভাপতি ছিলেন ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আমি ১৯৬৪ সাল থেকে খবরের কাগজ পড়ি। আমার বয়স তখন আট। সে সময় ক্রাইম রিপোর্টিং ভিন্নভাবে ছিল না। আইনজীবিদের মধ্যেও আগে এমনটি ছিল। সাংবাদিক এবং আইনজীবীরা এখন আলাদা বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠছেন ।

মন্ত্রী বলেন, অনেক সময় অপরাধ জগতের তথ্য  আইনশৃঙ্খলা বাহিনী আগেই সাংবাদিকরা পেয়ে থাকেন। পরে সাংবাদিকরা সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌছে দেন। কাজেই আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের সবার।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর