ছবি: পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক। (সংগৃহীত)
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন স্থগিত করা হয়েছে। ইভিএমে ভোটগ্রহণ প্রক্রিয়ার গোপনীয়তা নিয়ে বক্তব্য দেওয়া এবং এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় স্থগিতাদেশ দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।
ইভিএমে ভোটগ্রহণ নিয়ে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য জোবায়দুল হক রাসেলের বিতর্কিত বক্তব্য রোববার ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও রিপোর্ট করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে ইভিএম নিয়ে আওয়ামী লীগের এক নেতার এমন বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে।
শনিবার (২৩ জুলাই) স্থানীয় তাঁতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ইউপি নির্বাচন উপলক্ষে একটি উঠান বৈঠকে অংশগ্রহণ করে আওয়ামী লীগ নেতা জোবায়দুল ইভিএম নিয়ে এ বিতর্কিত মন্তব্যটি করেন। এ সময়ে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম ফারুক তার পাশে বসা ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে আওয়ামী লীগ নেতাকে বলতে শোনা যায়, ‘ভোট হবে ইভিএমে, কে কোথায় ভোট দেবে তা কিন্তু আমাদের কাছে চলে আসবে। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই।’ এমন বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে সর্ব মহলে। এ নিয়ে স্থানীয় প্রশাসনও বিব্রত বোধ করছেন। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে সাধারণ ভোটারদের মধ্যে।
নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, ‘ইভিএমে ভোট গ্রহণ নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে আমরা তদন্ত করছি। এ কারণে কমিশন নির্বাচন স্থগিত করেছে।’
দৈনিক অন্যধারা/২৫ জুলাই ২০২২/জ কা তা