ঈদ সপ্তাহে এক অনুষ্ঠানে আড্ডা দেবেন ১৮ তারকা!

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

ঘনিয়ে এলো ঈদুল আজহা। দর্শকের বিনোদনের জন্য নানাবিধ আয়োজনের পসরা সাজাচ্ছে টিভি চ্যানেলগুলো। তেমনি নাগরিক টিভিতে থাকছে একটি বিশেষ তারকা আড্ডানুষ্ঠান। ‘তারায় তারায়’ শীর্ষক অনুষ্ঠানটি ঈদের সাত দিন প্রচার হবে। আর এতে আড্ডা দেবেন ১৮ জন তারকা।

সিনিয়র বিনোদন সাংবাদিক সৈকত সালাউদ্দিনের উপস্থাপনায় সাত দিনই ভিন্ন ভিন্ন তারকাদের কাছ থেকে তাদের ভক্ত-দর্শকেরা জানতে পারবেন, ব্যাক্তি ও কর্মজীবন এবং ইন্ডাস্ট্রির নানা খুঁটিনাটি।

অনুষ্ঠানটি নিয়ে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, “দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে সাজানো হয়েছে ‘তারায় তারায়’ অনুষ্ঠানটি। এখানে নবীন-প্রবীন তারকা শিল্পীদের একটি মিলন মেলা বসানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন।”

মজার ব্যাপার হলো, প্রতি পর্বে তারকাদের সঙ্গে দুজন করে বিনোদন সাংবাদিকও অতিথি হিসেবে থাকবেন। ফলে দুই পক্ষের সমন্বিত আলোচনায় শোবিজ জগতের অনেক অজানা গল্প উঠে আসবে।

News Picture  (1)

নাগরিক টিভি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ঈদের দিন থেকে টানা সাত দিন রাত ১২টায় ‘তারায় তারায়’ অনুষ্ঠানটি প্রচার হবে। প্রথম পর্বে তারকা অতিথি হিসেবে থাকছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী; দ্বিতীয় পর্বে আরফান নিশো, তমা মির্জা ও রায়হান রাফী; তৃতীয় দিন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল; চতুর্থ দিন ইলিয়াস কাঞ্চন, রোজিনা, অরুণা বিশ্বাস ও নিপুণ; পঞ্চম মোস্তফা সারয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা; ষষ্ঠ দিন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস; এবং সব শেষ ঈদের সপ্তম দিন আড্ডায় মেতে উঠবেন মামুনুর রশীদ, গিয়াসউদ্দিন সেলিম ও রোকেয়া প্রাচী।

ডি.ও // রহখ

- Advertisement -

আরো পড়ুুর