ঈদের কেনাকাটা জমে উঠেছে শপিং মলে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। তাই ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। আজ (১২ এপ্রিল, বুধবার) সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, মেট্রো শপিং মল ও সীমান্ত স্কয়ার শপিং মল ঘুরে দেখা যায়, এসব শপিং মলের বিভিন্ন ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের দোকান ঘুরে ঘুরে ক্রেতারা জুতা ও কাপড়সহ নানা ধরনের পণ্য কিনছেন।

কেউ এসেছেন বন্ধুবান্ধবসহ আবার কেউ এসেছেন পরিবারের সঙ্গে। শপিং মলগুলোর বিভিন্ন ফ্লোরে থাকা দোকানগুলো ঘুরে ঘুরে ঈদ শপিং করছেন ক্রেতারা। ঈদ কেন্দ্রিক ক্রেতা আগমনের উপলক্ষ্যে ব্যবসায়ীরা নানা রঙের ও ডিজাইনের পোশাকে তাদের দোকান সাজিয়েছেন। ক্রেতাদের মনোযোগ আকর্ষণের জন্য কোনো কমতি রাখছেন না তারা।

ঈদের কেনাকাটা | Today's latest News from Somoy News

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের দেশি দশে ঈদের কেনাকাটা করতে এসেছেন মো.হাসান। তিনি জানান, আজ অফিস থেকে ছুটি নিয়ে এসেছি ঈদের শপিং করতে। ঈদের তো আর বেশি দিন নেই, তাই পরিবারের সবাইকে নিয়ে মার্কেটে এসেছি। ইতিমধ্যে নিজের জন্য পাঞ্জাবি ও স্ত্রীর জন্য শাড়ি কেনা হয়ে গেছে। এবার বাবা ও মার জন্য কেনাকাটা চলছে। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ঈদের শপিং করতে এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমি আক্তার। তিনি বলেন, বেশ কয়েকটি মার্কেট ঘুরেছি, পছন্দ মতো ড্রেস পাচ্ছি না। তাই মেট্রোতে আসলাম। মেট্রোর বিভিন্ন দোকানের কালেকশন ভালোই। আশা করি, এখান থেকে পছন্দ মতো ড্রেস কিনতে পারব। এদিকে ঈদ শপিংয়ের পিক টাইম এখন চলছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তার বলছেন, আজ থেকে শেষ রোজা পর্যন্ত তাদের ঈদের আসল বেচা-বিক্রি চলবে। শেষ সময়ে এসে ক্রেতাদের উপস্থিতিতে খুশি তারা।

চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা - দৈনিক সাঙ্গু - The Daily Shanguবসুন্ধরা সিটি শপিং মলের আর্ট নামে একটি কাপড়ের দোকানের ম্যানেজার মো.আতিক বলেন, গত দুই দিন থেকে মার্কেটে প্রচুর ক্রেতা আসছে। দোকানে ভালোই বেচা-কেনা হচ্ছে। আশ করছি, শেষ রোজা পর্যন্ত বেচা-কেনায় আমাদের টার্গেট পূরণ হবে। ঈদ কেনাকাটা নিয়ে মেট্রো শপিং মলের ট্রাস্ট পয়েন্ট কাপড়ের দোকানের ম্যানেজার আসলাম খান বলেন, মেট্রোর মতো শপিং মলে আগে এক শ্রেণির ক্রেতা আসতেন। কিন্তু এখন মধ্যবিত্ত ক্রেতারাও মার্কেটে আসছেন। ফলে ঈদ কেনা-বেচা ভালোই চলছে। আগামী ৯-১০ দিন এই অবস্থা চললে ভালো যাবে এবারের ঈদ ব্যবসা।

দৈনিক অন্যধারা / ১২-০৪-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর