অন্যধারা ডেক্স
কোভিড-১৯ মহামারি ও বন্যার কারণে কয়েক দফা পিছানোর, সাত মাস পর রোববারে (৬ নভেম্বর) শুরু হয়েছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বর্তমানে ডেঙ্গু আক্রান্তে মারা যাচ্ছে অনেকেই। তাই এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য ঝুঁকি কমাতে ও ডেঙ্গু আক্রান্তদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে মশার ঔষধ ও ছিটানো হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় ১২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।
এমন সময় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীর চাপ ক্রমশ বাড়ছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪১ হাজার ৪৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের ১৬২ জন মারা গেছেন।
এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিলো বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।তিনি বলেছেন, কেন্দ্র সচিবদের ডেঙ্গু ও কোভিডের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে মশার ঔষধ ছিটাতে বলা হয়েছে। আর ডেঙ্গু রোগী যদি থাকে, তাকে আলাদা করে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
দৈনিক অন্যধারা/০৭-১১-২০২২ইং