কমেছে সব ধরনের মুরগির দাম

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

চাহিদার তুলানায় সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে খুচরা পর্যায়ে কমেছে সবধরণের মুরগির দাম। বৃহস্পতিবার (২২ জুন) হিলি বাজার ঘুরে দেখা যায়, দু’দিন আগে যে ব্রয়লার মুরগি ১৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এখন তা ৪০ টাকা কমে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালী মুরগি ২৮০ টাকা থেকে ৮০ টাকা কমে ২শ’ টাকায় এবং লেয়ার ৩৪০ টাকা থেকে ৪০ টাকা কমে ৩শ’ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি ৪৮০ টাকা থেকে ৪০ টাকা কমে ৪৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

হিলি বাজারের খুচরা মুরগি বিক্রেতা মেহেদী হাসান জানান, আর মাত্র কয়েকদিন পর কুরবানির ঈদ। মুরগির চাহিদা না থাকায় পাইকারি ব্যবসায়ী ও খামার মালিকরা দাম কমিয়েছে। তাই খুচরা পর্যায়েও সব ধরণের মুরগির দাম কেজিতে ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে।

মুরগি কিনতে আসা আহসান মোল্লা জানান, বাড়িতে হঠাৎ আত্মীয় আসায় বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসছি। আগে ব্রয়লার মুরগির দাম ১৯০ টাকা ছিল আজ ১৫০ টাকা দামে কিনেছি। দাম কম হওয়ায় অনেক ভালো লাগছে।

তিনি বলেন, সরকারের উচিৎ মুরগির মতো অন্যান্য নিত্যপণ্যের দামও কমানো। তাহলে আমাদের মতো গরিব মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে।

মুরগির খামার মালিক মশিউর রহমান জানান, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে খামারের মুরগি বিক্রি করতে হয়। সে সময় পার হলে অনেক লোকসান গুনতে হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাহিদা কম থাকায় বাধ্য হয়ে খামারের মুরগি বিক্রি করতে হচ্ছে।

ডি.ও // র হ খ
- Advertisement -

আরো পড়ুুর