বিনোদন ডেস্ক:
নিজেকে বলিউডের অভিনেত্রী হিসেবে তৈরি করার জন্য নানারকম উপায়ে খেটে যাচ্ছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। কখনও অভিনয়ের জন্য ট্রেনিং নিচ্ছেন, তো কখনও ফ্যাশন দুরস্ত হওয়ার জন্য নিজের মেকওভার করাচ্ছেন। কিন্তু এসব করতে গিয়ে যে এরকম অবস্থা হবে, তা ভাবতেও পারেননি শাহরুখকন্যা।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি সুহানা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা গেছে ব্যালোরিনা জুতো পরে রয়েছেন তিনি। আর সেই ছবিতে লিখেছেন ‘ওহ!’ সঙ্গে জুড়ে দিয়েছেন কান্নার ইমোজি। বোঝাই যাচ্ছে, এই জুতো পরে নাচতে গিয়ে আহত হয়েছেন তিনি।
অন্যদিকে বলিউড গুঞ্জন বলছে সুহানা নাকি জমিয়ে প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্যা নন্দার সঙ্গে। পরিচালক জোয়া আখতারের ‘আর্চিস’ সিনেমার শুটিং ফ্লোর থেকেই আলাপ হয় আগস্ত্যা-সুহানার। তারপর হয় গাঢ় বন্ধুত্ব।

শুধু তাই নয়, সূত্র বলছে, কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতেও হাজির ছিলেন আগস্ত্যা-সুহানা। সেখানে নাকি নিজের পরিবারের সঙ্গে সুহানাকে আলাপও করিয়ে দেন আগস্ত্যা। তবে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি সুহানা ও আগস্ত্যাকে।

