কাঙালিভোজ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

- Advertisement -

- Advertisement -

অন্যধারা ডেস্ক

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাঘরা বাজারে জাতীয় শোক দিবসে কাঙালিভোজ আয়োজন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে তারা জানান।

সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা বিপ্লব খান ও আফতাব উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লাল চান মিয়ার নেতৃত্বে বাঘরা বাজারে মসুর আহমেদ সুপার মার্কেটের সামনে দলীয় অস্থায়ী কার্যালয়ে এক পক্ষ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বিপ্লব খানের নেতৃত্বে অপর পক্ষ বাঘরা ফাজিল মাদরাসার পাশে কাঙালিভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এনিয়ে দুই পক্ষের মধ্যে সকাল থেকেই উত্তেজনা দেখা দেয়। দুপুর ১২টার দিকে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আবদুল জলিল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান লালু, সহ-সভাপতি মো. জনি মিয়া, সুলতান মাহমুদ মিলন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল মিয়া, লিটন মিয়া, এরশাদ মিয়া ও মজিবুর রহমানসহ কমপক্ষে ১০ জন আহত হন।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আওয়ামী লীগ নেতা বিপ্লব খান ও আফতাব উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, কাঙালিভোজ আয়োজন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি এখনও।

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর