গণপূর্তের ৫ প্রকৌশলীসহ ৯ জনকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ:দুদক

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

দুর্নীতি দমন কমিশন (দুদক) গণপূর্তের ৫ প্রকৌশলীসহ ৯ জনকে সম্পদের হিসাব চেয়ে  নোটিশ দিয়েছে ।

বুধবার (২৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ নোটিশ পাঠানো হয়েছে বলে জানান, দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক ।

নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদক জানতে পেরেছে তারা জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দুদক আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে তাদের নিজের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী জমা দিতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের হিসাব বা বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে তার বিরুদ্ধে আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে বলা হয়েছে।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর