চাটখিলে জনতার ধাওয়ায় মোটর সাইকেল রেখে  পালালো চোর

- Advertisement -
মোঃ মনির হোসেন
চাটখিলে জনতার ধাওয়ায় মোটর সাইকেল রেখে  পালালো চোরদের সংঘবদ্ধ চক্র। নোয়াখালীর চাটখিলে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় জনতার ধাওয়ায় চোরাইকৃত ২টি মোটর সাইকেল ফেলে পালিয়ে গেছে চোররা। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াখলা  ইউনিয়নের পাইকপাড়া গ্রামে সোমবার রাত ৩ টার দিকে।
 ওবায়দুল হক হেকিম জানান, রাত আনুমানিক টার দিকে তাদের বাসার কলাপসিবল গেট ভেংগে তার ছেলের এফ জেড ব্রান্ডের একটি মটর সাইকেল চুরি করে এবং পরে পাশের ঘরের মির হোসেনের জারা ব্রান্ডের আরেকটি মোটর সাইকেল চুরি করার সময় টিনের বেড়ার সাথে ধাক্কা লেগে আওয়াজ হলে তারা ঘুম থেকে জেগে উঠে চোরদের ধাওয়া করলে চোররা জারা বাইকটি ফেলে এফ জেড টি  নিয়ে  পালিয়ে যায় পরে  এফ জেড টিও পাশের গ্রাম সাধুরখিলে রেখে পালায়। এই ঘটনা নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানালেন তিনি। চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন বললেন,অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -

আরো পড়ুুর