- Advertisement -
মোঃ মনির হোসেন
চাটখিলে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও। কনের বাবার ও হবু বরের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান।
চাটখিলে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বাল্য বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে তার বাবা ও হবু বরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটেছে ১৯ সেপ্টেম্বর (সোমবার) নোয়াখালী জেলার চাটখিল উপজেলা রামনারায়নপুর ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে।
চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিবাহ দেওয়ার সময় তাদের বাড়িতে উপস্থিত হই। এসময় বাল্য বিবাহের অভিযোগে হবু বর শাহাদাত হোসেন (২৮) কে এক মাসের কারাদণ্ড ও কনের বাবা মিজানুর রহমান (৩৮) কে ছয় মাসের কারাদণ্ড প্রদান করি।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -