- Advertisement -
মোঃ মনির হোসেন
নোয়াখালীর চাটখিল উপজেলায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
বুধবার (১৬নভেম্বর) বেলা ১২ টায় সময় চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সম্মান প্রদর্শন করছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত, আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, পরাধীনতা থেকে মুক্তি লাভ করা অনেক দেশ ঘুরেছি। আমাদের মুক্তিযোদ্ধাদের যে সম্মান প্রদর্শন করা হচ্ছে তা পৃথিবীর কোন দেশেই নেই।
তিনি আরো বলেন, আমি এমন এক পরিবারের সন্তান, যে পরিবারের সাতজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমি সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান করি এবং তাদের পাশে অতীতেও ছিলাম, এখনো আছি-আগামীতে ও থাকবো।
চাটখিলে কর্মরত প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কে কি করছেন আমি সব খবর রাখি,আপনাদের বিরুদ্ধে কোন অভিযোগ আসলে আমি তা যাচাই-বাছাই করি,সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে এমপি ইব্রাহিম বলেন, কোন কর্মকর্তা কোন অপরাধ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন,বর্তমান চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া কে একজন ডায়নামিক কর্মকর্তা হিসেবে উল্লেখ করে তিনি বলেন,আপনারা সঠিক বিচার পাবেন এতে কোন সন্দেহ নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম আলী তাহের ইভু, পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রাব্বান উল্লাহ প্রমুখ।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -