চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে ১২ মার্চ রাত ৯টায় খিলিগাতী গ্রামের শৈলেন্দ্রনাথ মন্ডল (৭২) নামে এক ঘের মালিককে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দ্রুত অভিযান চালিয়ে দুই হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়।
পুলিশ সূত্রে ও সরেজমিনে জানাযায়, চিতলমারী উপজেলার খিলিগাতী গ্রামের মৃত—মহেন্দ্রনাথ মন্ডলেরপুত্র ও চিতলমারী উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সভাপতি অনিমেশ বিশ্বাসের শশুর শৈলেন্দ্রনাথ মন্ডলকে গত ১২ মার্চ রাত ৯ টায় সুব্রত মোড়গঞ্জ এর শুকান্ত হালদারের পুত্র সুব্রত হালদার (৩৬) ও জতিশমন্ডলের পুত্র অপূর্ব মন্ডল (২০) নামের দুই কামলারা জবাই করে হত্যা করে। ঘটনার সুত্রে জানা যায়, দুইদিন আগে তার ঘেরের মাছ ধরার জন্য ফকিরহাট থেকে ২ জন কামলা কিনে আনে। কামলারা মাছ ধরে ফকিরহাট মাছের আড়তে প্রায় দেড় লক্ষাধিক টাকায় বিক্রি করে। উক্ত টাকা আত্মস্যাতের জন্য পরের দিন ১২মার্চ রাত ৯টার দিকে ঘেরে পাম্প মেশিন বন্ধ করার কথা বলে ওই কামলারা শৈলেন মন্ডল ডেকে নিয়ে তাকে ধান ক্ষেতের মধ্যে জবাই করে হত্যা করে। পরে তারা শৈলেন মন্ডলের স্ত্রীকে হত্যা করার জন্য ঘরে প্রবেশ করে। এ সময় ঘুমে থাকা শৈলেন মন্ডলের স্ত্রী রমা মন্ডল (৫৫)কে কামলারা বৈদ্যুতিক সক দিয়ে মারার চেষ্টা করে। তখন রমা মন্ডলের ঘুম ভেঙ্গে যায় এবং তিনি চিৎকার চেচামেচি করলে আসপাশের লোকজন ছুটে আসে। তখন ঘাতক কামলারা পালিয়ে যায়। পরে চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় রাতে একজনকে কাদামাটি মাখা অবস্থায় বাখরগঞ্জ বাজার থেকে আটক করে। অপরজনকে সকালে কচুয়াবাধাল থেকে আটক করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
দৈনিক অন্যধারা //আর এইচ কে