বিনোদন ডেস্ক:
বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী রয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজের। পঞ্চাশার্ধো এই অভিনেতা এখনো ঝুঁকিপূর্ণ স্টান্ট নিয়ে দর্শক মাতিয়ে থাকেন পর্দায়। আর দুর্দান্ত সব স্টান্ট এবং অভিনয় দক্ষতার কারণে খ্যাতি লাভ করেছেন টম।
এ অভিনেতার দারুণসব পর্দার স্টান্টের প্রশংসা দর্শকরা প্রায়ই করে থাকেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে এক ফ্রেমে তিন টম ক্রুজ। পর্দায় না হয় এটা সম্ভব। কিন্তু সত্যিকারের টম এবং নকল টমকে নিয়ে এখন সংশয়ে পড়েছেন নেটিজেনরা। একইসঙ্গে প্রশ্ন উঠেছে, বাকি দু’জন কি আদৌ রক্তমাংসের মানুষ, নাকি কৃত্রিম তৈরি!
‘দ্য মিশন ইম্পসিবল ৭’ সিনেমার শুটিং শেষে সেলিব্রেশন করা হয়। সেই সেলিব্রেশন অনুষ্ঠানে ‘তিন টম’ এখন কৌতূহল বাড়াচ্ছে নানা মাধ্যমে। ছবির দিকে তাকালেই ধাঁধা লাগছে চোখে।
ক্যাপশনে লেখা ছিল টম এবং তার দুই স্টান্ট ডাবল (অ্যাকশন দৃশ্যের জন্য ভাড়াটে অভিনেতা)। কিন্তু এরপরও বাকি দু’জন দেখতে হুবহু একই রকম হওয়ায় বিস্ময়ের শেষ নেই অনুরাগীদের।
এছাড়া এক ফ্রেমে থাকা তিন টমের মধ্যে সত্যিকারের টম কোনটি সেটিও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেউ মন্তব্য করছেন, আসল কে আর নকল কে, আপনারা কেউ বুঝতে পারছেন? আবার কেউ লিখেছেন, টমের স্টান্ট ডাবলরাই হয়তো তাদের স্টান্ট ডাবলের সঙ্গে ছবি পোস্ট করেছেন।
আবার একজন মজা করে লিখেছেন, ইয়ার্কি নাকি! এগুলো সবই কৃত্রিম বৃদ্ধিমত্তার (এআই) কাজ। এরই মধ্যে কেউ কেউ আবার বলছেন, তিনজনই নকল টম।
প্রসঙ্গত, শিগগিরই মুক্তি পাবে মহাকাশে শুট করে সাড়া ফেলে দেয়া সিনেমার সিক্যুয়েল। ‘মিশন ইম্পসিবল – ডেড রেকর্নিং পার্ট ১’ আগামী ১৪ জুলাই মুক্তি পাবে। স্টুডিওতে সেট না বানিয়ে মহাকাশে শুটিং হয়েছি সিনেমাটির।
ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত এ সিনেমায় টম ক্রুজ ছাড়াও আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ, রেবেকা ফার্গুসন, ভেনেসা কিরবি, হেনরি চের্নি প্রমুখ।
Tom Cruise's stunt doubles at the wrap party of Mission Impossible 7 👀
Pic credit :- Facebook Harsh Warrdhan pic.twitter.com/GV6FwaOtO9
— Lakshmi R Iyer (@LakshmiRIyer) June 7, 2023
ডি.ও // র হ খ

