অন্যধারা ডেস্ক
কক্সবাজারের পেকুয়ায় ছেলের সাথে প্রতিপক্ষের ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন একজন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে পেকুয়ার মগনামার এক চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে এর সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
নিহতের নাম আব্দুল মালেক। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেকের ছেলে পারভেজের সাথে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার ঝগড়া হয়।
তখন তাদের চিৎকার শুনে এগিয়ে আসেন পারভেজের বাবা আব্দুল মালেক। অপর দিক থেকে আসেন হেনার পিতা নুরুল আমিন।
এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হেনা ও নুরুল আমিন আব্দুল মালেককে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ক্নিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।
পেকুয়া হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আবু শুয়েব সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকের মৃত্যু হয়। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হামলায় আহত তিনজনের চিকিৎসা চলছে।
এই ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
দৈনিক অন্যধারা/ এইচ