জগদ্বন্ধু আশ্রমে “খাবারের পাহাড়”

- Advertisement -
- Advertisement -

রতন মালাকার (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)-


শ্রীমঙ্গলের উত্তরসুরে প্রথম বারের মতো শনিবার (০২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রম ও মিশনে ৫৫০ রকমের ব্যঞ্জন দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব।

শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

অন্নকূট অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা ছাড়াও বিভিন্ন এলাকা হতে প্রায় ১৫ সহস্রাধিক সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত হয়ে ৫২৫ কেজি চালের ভোগ, ৫৫০ রকমের ব্যঞ্জন (তরকারি) দিয়ে সাজানো ভোগটি পরিক্রমার মাধ্যমে দর্শন করেন।

ভোগ পরিক্রমা শেষে ভোগটি মিশ্রিত করে ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয়।

পূজা শেষে সবাই আনন্দে সে খাবার খেয়ে তৃপ্ত হন। এ উৎসবের খাবারের মধ্যে থাকে ভাত, লুচি, পায়েস আর নানা রকম সবজি। এ দিনের খাবারের সবই নিরামিষ। আর সবজির মধ্যে সাধারণ সবজির সঙ্গে যোগ হয় কলার থোড়, বকফুল।

পৌরাণিক কাহিনি মতে, বৃন্দাবন বাসীরা বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা করতেন ৫৬ রকম পদের ভোগ দিয়ে। বৃন্দাবন বাসীদের শ্রীকৃষ্ণ একবার ইন্দ্রপূজা করতে নিষেধ করেন। এতে রেগে যান দেবতা ইন্দ্র এবং বৃন্দাবনের ওপরে শুরু করেন মুষলধারে বর্ষণ। ফলে বিপদে পড়ে যায় বৃন্দাবনবাসী। তাদের রক্ষার জন্য কৃষ্ণ গোবর্ধন পর্বতকে বৃন্দাবনের ওপরে ছাতার মতো করে ধরে রাখেন। এতে পরাজিত হন ইন্দ্র। তার পর থেকে কৃষ্ণের নির্দেশে বৃন্দাবনবাসী কার্তিক মাসে অমাবস্যার পরদিন ‘গিরি গোবর্ধন’-এর পূজা আরম্ভ করে। সেই পূজাই অন্নকূট উৎসব।


অন্যধারাঃ ৪-১১-২০২৪

- Advertisement -

আরো পড়ুুর