ডাবল হ্যাটট্রিক বিশ্বকাপে আইরিশ বোলার কার্টিস ক্যাম্ফার

- Advertisement -
- Advertisement -

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় দিনেই আসরের প্রথম হ্যাটট্রিক করে ফেলেন আয়ারল্যান্ডের ডানহাতি পেসার কার্টিস ক্যাম্ফার। শুধু হ্যাটট্রিক নয় পরপর চার বলে চার উইকেট নিয়ে গড়েছেন ইতিহাস। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে চার বলে চার উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করলেন ক্যাম্ফার।

নেদারল্যান্ডসের বিপক্ষে  দশম ওভারে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নেয়ার মাধ্যমে এবারের বিশ্বকাপে চার বলে চার উইকেট নেয়ার বিরল রেকর্ড গড়েছেন তিনি। এই ওভারে সাজঘরে ফিরেছেন কলিন অ্যাকারম্যান , রায়ান টেন ডেসকাট , স্কট এডওয়ার্ডস  ও রোয়েলফ ফন ডার মারউই ।

ইনিংসের নয় ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ছিলো ২ উইকেটে ৫০ রান। ক্যাম্ফারের অবিশ্বাস্য ওভারের পর তাদের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৫২ রান।

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর