ডাসারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করে জায়গা দখলের অভিযোগ

- Advertisement -
- Advertisement -

সৈয়দ মোকাররম

ডাসারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালু ভরাট করে জায়গা দখলের অভিযোগ সৈয়দ মোকাররম মাদারীপুরের ডাসারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মিরাজ মাতুব্বর(৪৫) গং এর নামে দলিলকৃত জমিতে বালু ভরাট করে দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে রহিম বেপারীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংর্ঘষের মত ঘটনা সংঘটিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। সরেজমিন ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, মাদারীপুর জেলার সাবেক কালকিনি হাল ডাসার ৩২ নং মৌজার বি আর এস ২৯৫ খতিয়ানে ২৮৪ নং দাগে ওয়ারিশ সুত্রে সৈয়দ তুষার হাসান গত ১৯/০৬/২০১৭ ইং তারিখ ২৯৬৪ নং সাবকবলা মুলে ২.৩৮ শতাংস এবং সৈয়দ ইমন ওয়ারিশ হইয়া গত ২৮/০৩/২০২২ইং তারিখ ২০৯৩ নং সাবকবলা মুলে ১.৬৫ শতাংস মোট ৪.০৩ জমি ক্রয় করেন ডাসার গ্রামের মৃত মকবুল মাতুব্বরের ছেলে মিরাজ মাতুব্বর গং। ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছেন মিরাজ মাতুব্বর গং।

 

হঠাৎ করে ওই জমিতে গত ২৫/১১/২০২২ইং তারিখ রহিম বেপারী গং লোকজন নিয়ে বালু ভরাট করেন এবং ইট,বালু দিয়ে পাকা স্থাপনা তৈরি করার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন নিয়ে বাধা প্রধান করেন মিরাজ মাতুব্বর গং। বাধা উপেক্ষা করেও কাজ করার চেষ্টা করলে, মিরাজ মাতুব্বর গং গত ২৭/১১/২০২২ইং তারিখ মাদারীপুর দেওয়ানী আদালতে মামলা করেন। উক্ত মামলাটি আমলে নিয়ে মহামান্য আদালত ওই নালিশী জমিতে কোন প্রকার কাজ না করার জন্য নিষেধাজ্ঞা জারি করে বিবাদী পক্ষকে নোটিশ প্রদান করেছেন।

 

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্খা করছে এলাকাবাসি। ভুক্তভোগী মিরাজ মাতুব্বর বলেন, আমরা জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। ওই জমির পূর্ব ও উত্তরে আমাদের জমি এবং দলিলে উল্লেখ আছে পূর্ব পার্শ্ব দিয়ে দখল দিয়েছে। সেই মতে আমরা ভোগদখল করে আসছি। কিন্তু রহিম বেপারী তার লোকজন নিয়ে,সেই জমিতে জোর করে বালু ভরাট করে ইট,বালু নিয়ে পাকা স্থাপনা তৈরির চেষ্টা করেন। আমি ন্যায় বিচারের আশায় আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আদালত কাজ না করার নিষেধাজ্ঞা প্রদান করেন। এ ব্যাপারে অভিযুক্ত রহিম বেপারীর সাথে যোগাযোগের চেষ্টা করলে,তাকে পাওয়া যায়নি।

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর