ডাসারে কেবিডিএস এর শীতবস্ত্র বিতরন

- Advertisement -
- Advertisement -

সৈয়দ মোকাররম হোসেন

মাদারীপুরের ডাসার উপজেলায় অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি। আজ সকাল ১০ ঘটিকার সময় ডাসার উপজেলার নূর মসজিদ মার্কেটে (নতুন হাট) কালকনি ব্লাড ডোনেশন সোসাইটি এর উদ্যেগে ডাসারে গরীব-দুস্থ-অসহায় মানুষের মাঝে প্রায় অর্ধশত শীতবস্ত্র (লেপ) বিতরন করা হয় । উক্ত সংগঠনটি “রক্ত দিয়ে এনেছি স্বাধীনতা, রক্ত দিয়ে গড়ব দেশ” এই স্লোগান নিয়ে প্রায় ২ বছর যাবৎ ডাসার-কালকিনি উপজেলাসহ গৌরনদী উপজেলার ২ টি ইউনিয়নে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডোনার সর্বরাহ সহ রোগীদের সাহয্য করে আসছে। মানুষকে রক্ত সল্পতা জনিত সমস্যা থেকে সহায়তা দিয়ে আসছে। এছাড়া সংগঠনটি রোজার সময় বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় ইফতার সর্বরাহ, বাল্য বিবাহ রোধে জন সচেতনতা বৃদ্ধি, মাদক বিরোধি কার্যক্রম ইত্যাদি গণসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। উক্ত শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলার নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালেক শরীফ ।

থানা নির্বাহী অফিসার শারমীন ইয়াসমীন বলেন : কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির যুবকদের বিভিন্ন কর্মকান্ডে আমি সত্যিই মুগ্ধ, আমি চাই সামাজিক কাজের পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডেও তোমরা জড়িত থাকবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কথার মাঝে শিক্ষাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি । কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্ঠা: মীর সরোয়ার আলম ফেরদৌস, আসাদুজ্জামান, সরদার মোঃ জহিরুল ইসলাম, কে.এম. ইকবাল মনি, ডাঃ আঞ্জুমান আরা বেগম, ডাঃ মাহাবুব আবির, সৈয়দ মোকাররম হোসেন হেমায়েত, সৈয়দ আশরাফুল আলম লাহিদ, আহাদউজ্জামান শুভ, সভাপতি রোমান হোসেন, সাধারন সম্পাদক শাহরিয়ার শামিম ও ভলান্টিয়ার কাজল মৃধা প্রমুখ সহ সোসাইটির সকল সদস্য বৃন্দ,এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার প্রেসক্লাবের সহ-সভাপতি পারভেজ সরদার, সদস্য সাকিব হাওলাদার, শরীফ আশিক প্রমুখ।

দৈনিক অন্যধারা // এইচ

- Advertisement -

আরো পড়ুুর