ডাসারে গোটা পরিবারকে অবরুদ্ধ করে জমি দখলের অভিযোগ

- Advertisement -
- Advertisement -

সৈয়দ মোকাররম হোসেন

মাদারীপুরের ডাসারে আদালতের আদেশ ১৪৪ ধারা ভঙ্গ করে এবং শামসুল হক ঢালীর পরিবারকে কেচি গেটে তালা মেরে গৃহবন্দী করে, জমি দখল করে তারাই ঢালী। এমত অবস্থায় বাড়ীর উঠানে বেড়া দিয়ে দেওয়ার। এ বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান। আজ শুক্রবার(২৮ অক্টোবর) উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার আটিপাড়া গ্রামের মৃত: চান্দু ঢলীর ছেলে শামসুল হক ঢালীর বাড়ীর সীমানার জমি নিয়ে প্রতিবেশী চাচা তাঁরাই ঢালীর সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ বিরোধপূর্ণ সীমানার জমি দখল করার জন্য রাত ২ টার দিকে ঘরে তালা মেরে অবরুদ্ধ করে চাচা তারাই ঢালী। পরে শামসুল হক ঢালীকে ঘরে অবরুদ্ধ করে আদালতের ১৪৪ ধারা আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মান করেন তারই চাচা হাজী তারাই ঢালী।

এসময় ভুক্তভোগী ভাতিজা হাজী সামছুল হক ঢালী ও তার পরিবার ঘরে অবরুদ্ধ থাকা অবস্থায় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান। এসময় খবর পেয়ে তাৎক্ষনিক ডাসার থানার এস আই রিপন মোল্লা তার সংঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই ভুক্তভোগীকে ঘরের তালা ভেঙ্গে উদ্ধার করেন। এ ঘটনায় শুক্রবার ডাসার থানায় শামসুল হক ঢালী লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুইজনকে আটক করেন থানা পুলিশ। শামসুল ঢালী জানান, তারাই ঢালী প্রভাব খাটিয়ে গায়ের জোরে আদালতের ১৪৪ ধারা অমান্য করে আমাকে অবরুদ্ধ করে বাড়ীর জায়গা দখল করে দেয়াল নির্মান করেছেন। এ বিষয়ে অভিযুক্ত তারাই ঢালী জবরদখল বিষয়টি অস্বীকার করে বলেন আমি করাও জমি দখল করে দেওয়াল করিনি। আমি আমার জায়গায় দেওয়াল তুলছি। শামসুল হক ঢালী অহেতুক মামলা করছেন। এ বিষয়ে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, আদালতের ১৪৪ ধারা অমান্য করে বিবাদীর জমিতে কাজ চালিয়ে আসছেন বলে বাদী থানায় লিখিত অভিযোগ করছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর