- Advertisement -
- Advertisement -
গহীন জলাশয়ে তুমি ডুব দিলে,
আমি নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম।
তুমি গভীর জল বিলি কেটে হারিয়ে গেলে।
জলাশয় কচুরিপানায় ভরা,
দুহাতে হাতড়িয়ে তোমাকে খুঁজে ফেরা।
জলেতে ছায়ারা কথা বলে,
কায়াহীন এ জলে,
জলের চিবুক ছুয়ে তুমি চলে গেলে।
জলকেলি হল না দুজনার।
বনের বুনোহাঁস, বুনোগন্ধ,
প্রৌঢ় গাছের ছায়ায় বসা
আমার ধীবর হওয়া হল না।
অন্যধারা/১৫/০৭/২০২৪/আকাশ
- Advertisement -